স্মার্ট সিটি করপোরেশন গড়তে নৌকায় ভোট দিন: এ্যাড. রাজু

স্মার্ট সিটি করপোরেশন গড়তে রংপুর নগর বাসীকে এবার নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পার্ক মোড় এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে নৌকায় গণসংযোগে এসে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম রাজু বলেন, একটি স্মার্ট ও আধুনিক সিটি করপোরেশন গড়তে হলে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন। যা গত ১০ বছরেও সম্ভব হয় নি।তাই এবার দলমত নির্বিশেষে নগর বাসীকে নৌকা মার্কায় ভালো দিতে হবে।
তিনি আরও বলেন, রংপুর বাসীকে বিভাগ উপহার দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। শুধু বিভাগ নয় সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় সহ অনেক অভূতপূর্ব উন্নয়ন করেছেন তিনি। তাই আমাদের রংপুরবাসী উচিত সেই কৃতজ্ঞতা থেকে প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম শাহাদাৎ হোসেন বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক ঊল আলম কল্লোল, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, তাজহাট থানা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল আলম শোভন,বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: