সিরাজগঞ্জে বিএনপির জাতীয় পতাকা অবমাননা করায় আ.লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ১১:০৯ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মহান বিজয় দিবসে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে অবমাননা করার প্রতিবাদে, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য বলেন, মহান বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদোহী মামলার করার আহবান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি এ্যাডভোকোট চাঁদ আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সাকালে মুক্তিযোদ্ধারা এ বিষয়ে তিব্র নিন্দা জানান। উপজেলা মুক্তিযুদ্ধো সংসদের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম বলেন, এটি বাংলাদেশকে অবমাননা করা হয়েছে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এটা দেখার জন্য নয়। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথা বলেন তিনি।

এবিষয়ে সিরাজগঞ্জ-কামাখন্দ আসনের এমপি প্রফেসার হাবিবে মিল্লাত এ ঘটনায় তিব্র ক্ষোভ প্রকাশ করে এর আইনগত ব্যবস্থা নেবার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি বলেন, আমি সকালে ছিলাম না। সংগঠনের পক্ষ থেকে পতাকা তোলা হয়েছে। হয়তো ছেলেপেলেরা বিষয়টি বুঝতে না পেরেই এভাবে পতাকা উত্তোলন করেছে। বিষয়টি জানার পরে দুপুরে আবার সেটিকে সঠিক ভাবে লাগানো হয়েছে।

এদিকে এরই মধ্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট জাতীয় পতাকা যথাযত মর্যাদা উত্তোলন পর্যবেক্ষন কমিটিকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা। তাদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবার কথা বলেন তিনি।

উল্লেখ্য: শুক্রবার সকালে মহান বিজয় দিবসে উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা সম্পন্ন করে উত্তোলন করা হয়। জাতীয় পতাকার অবমাননা করায় এলাকার মুক্তিযোদ্ধ, আওয়ামীলীগ সহ সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: