সপ্তাহের ব্যবধানে একই লাইনে একই ট্রেন লাইনচ্যুত

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১০:৩৯ এএম

ময়মনসিংহে ৬ দিনের ব্যবধানে চট্টগ্রামগামী একই ট্রেনের এক বগির চার চাকা একই লাইনে আবারও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮ টার দিকে শম্ভুগঞ্জ এলাকার কিঃমিঃ পিলার ৩৪৭ কাছে এই ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাছিনারাবাদ এক্সপ্রেস ট্রেনটি শম্ভুগঞ্জের কিঃমিঃ পিলার ৩৪৭'র কাছে যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। কিছুক্ষণের মাঝেই উদ্ধার কাজ শেষ হবে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: