বলিউড তারকাদের পাশে বসতে অস্বস্তি হচ্ছিল: চঞ্চল

দেশের শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা, ওয়েব সিরিজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে পশ্চিমঙ্গের ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘হাওয়া’ সিনেমা। অন্যদিকে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে টলিউড-বলিউড তারকাদের সঙ্গে মঞ্চে বসেছেন। তাদের মধ্যে ছিলেন—অমিতাভ বচ্চন, জয়া বচ্চন শাহরুখ খান, রানী মুখার্জীসহ আরও অনেকে। শুধু তাই নয়, শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলে রীতিমতো আলোড়ন তুলেছেন।
টলিউড-বলিউডের বড় তারকাদের সঙ্গে মঞ্চে বসার অনুভূতি জানিয়ে চঞ্চল ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘প্রত্যেক বছর বিভিন্ন চ্যানেল বা ইউটিউবে এই অনুষ্ঠানটা আমরা দেখি। সেখানে এবার সশরীরে উপস্থিত থাকা আমার কাছে অত্যন্ত সম্মানজনক।’
তবে মঞ্চে বসতে নাকি অস্বস্তিবোধ করছিলেন চঞ্চল। এর কারণ জানিয়ে বলেন, ‘যারা ওই মঞ্চে ছিলেন তাদের মধ্যে বসে থাকতে আমি একটু অস্বস্তিবোধ করছিলাম। কারণ আমি তাদের তুলনায় খুবই নগণ্য। অরিজিতের মতো আমিও চেষ্টা করছিলাম, যদি একটু পেছনের সারিতে বসা যায়। বাংলাদেশ হলে আমি তো তাই করতাম।’
এদিকে চঞ্চল চৌধুরীর বাবার শারীরিক অবস্থা ভালো নয়। তাকে হাসপাতালে রেখে উড়াল দিয়েছিলেন কলকাতায়। চঞ্চল বলেন, ‘বাবার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। তাই দুই দিন পরে হলেও আমি পরিবারের অনুমতি নিয়ে কলকাতায় চলে এসেছি। বলেও এসেছি যে, কোনো খারাপ খবর এলে আমি ঢাকায় ফিরে যাব।’
অন্যদিকে টলিউডে খবর ভাসছে, সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করবেন চঞ্চল। এতে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও এ বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি। জানালেন, সময় হলে সব বলবেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: