বিদ্রোহী প্রার্থীদের ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা আওয়ামী লীগের

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১১:৪১ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়ে দলের মধ্যে কোন্দল সৃষ্টিকারী শতাধিক নেতাকে ক্ষমা করা হয়েছে।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় কমিটি দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, দলীয় কোন্দল সৃষ্টিকারী শতাধিক আবেদন গ্রহণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভাপতি। সেই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ দলের মধ্যে কোন্দল সৃষ্টি না করে সেই সতর্ক বাণীও দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের ২২তম জাতীয় সম্মেলনের বাজেট ৩০ লাখ টাকা কমিয়ে তিন কোটি ১৩ লাখ টাকা নির্ধারণ করেছে জাতীয় কমিটি। যেকোনো সময়ে এবার সম্মেলন অনুষ্ঠিত হবে সাদামাটা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: