বাংলামোটরে যাত্রীবাহী বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:৪৬ পিএম

রাজধানীর বাংলামোটর মোড়ে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। একইসঙ্গে পাশের একটি গোডাউনে ছড়িয়ে পড়া আগুনও নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, বাংলামোটরে একটি যাত্রীবাহী বাসে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে রাত ১০টা ৭ মিনিটে নিয়ন্ত্রণ এনেছে। এখন পর্যন্ত বাসে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের কারণে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি বলেও জানান তিনি।

বাস থেকে পাশের একটি গোডাউনে ছড়িয়ে পড়া আগুনও নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান। এর আগে রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: