প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ব্যর্থ চেষ্টা চালিয়েছে: কাদের

   
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। বিএনপির মিথ্যা তথ্য জনগণ বিশ্বাস করে না। বিএনপি ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ব্যর্থ চেষ্টা চালিয়েছিলো।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপ-কমিটির সভায় এ কথা জানান তিনি। কাদের বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ। আগামী নির্বাচনের জন্যও দলটি সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ রয়েছে।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি ভোট চুরি করে প্রহসনের নির্বাচন করেছে। তারাই গণতন্ত্রের নামে ইয়েস নো ভোট চালু করেছে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকল উন্নয়নের কাণ্ডারি মনে করে বলেও জানান ওবায়দুল কাদের।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: