একসঙ্গে ছয় নবজাতকের প্রসব: দেড় ঘন্টা পর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি একটি ক্লিনিকে সিজারিয়ান পদ্ধতি ছাড়াই একসঙ্গে ছয় সন্তানের জম্ম দিয়েছেন ২৫ বছর বয়সী তাসলিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ। প্রসব ছয় নবজাতকের মধ্যে চারটি ছেলে ও দুইটি মেয়ে। তবে বাচ্চাগুলো জম্মের দেড় ঘন্টা পরে মারাও গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত আবাসিক গাইনী চিকিৎসক ফাতেমাতুজ জোহরা। গৃহবধূ তাসলিমা আকতার বিয়ে পরবর্তী এবারই প্রথম সন্তান জন্ম দিয়েছেন। এ ঘটনায় ওই নারী সুস্থ রয়েছেন।
আজ ২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার নাজিরহাট সেবা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ওই নারী কোনো সিজারিয়ান অপারেশন ছাড়াই প্রাকৃতিক উপায়ে ৬ সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। প্রসব ৬ নবজাতকের পিতা জাহাঙ্গীর আলম। তার বাড়ী উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের দুলা বাপের বাড়ী।
ছয় সন্তানের জননীর চাচা জানান, ‘মহান আল্লাহ আমাদেরকে ছয়টি নাতি দিয়েছেন। তিনি আবার নিয়ে গেছেন। আমার মেয়ে সুস্থ্য আছেন এটি শোকরিয়া। যার মধ্যে চারটি ছেলে দুই মেয়ে।’
এদিকে নাজিরহাট সেবা ক্লিনিক এন্ড নার্সিং হোমে পরিচালক ডা. স্বপন কুমার দত্ত জানান, ‘এটি আমার প্রথম শোনা এবং দেখা। আমাদের আবাসিক মেডিকেল অফিসার ও গাইনী চিকিৎসক ফাতেমাতুজ জোহরা ম্যাডামসহ সংশ্লিষ্টদের প্রচেষ্টার কমতি ছিল না।’
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: