রোনালদোকে পেছনে ফেলে ইনস্টাগ্রামে সর্বাধিক লাইকের রেকর্ড ভাঙলেন মেসি

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১২:৩২ এএম

ফিফা বিশ্বকাপ শেষ হলেও এখনো তার রেশ কাটেনি। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এখনও উৎসবে মাতোয়ারা। লিওনেল মেসির নৈপুণ্যে ৩৬ বছর পর ফ্রান্সকে হারিয়ে বিশ্ব শিরোপা নিজেদের করে মেসিরা। বিশ্বকাপ জয়ের পরই নতুন আরেক রেকর্ড গড়লেন মেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নতুন রেকর্ডে নিজের নাম লেখালেন ফুটবলের জাদুকর মেসি। এই রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মেসির পোস্ট করা একটি ছবি এই মুহূর্তে ইনস্টাগ্রামের সবচেয়ে লাইক শেয়ার হওয়া ছবি। বিষয়টি নিশ্চিত করে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রতিষ্ঠাতা মার্ক জাকাবার্গ তার ভেরিফায়েড ফেসবুক পেজেও একটি পোস্ট করেছেন।

রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে হারিয়ে ইনস্টায় নিজের একটি ছবি পোস্ট করেন মেসি। এখন পর্যন্ত সেই ছবিতে লাইক পড়েছে সাড়ে ৫ কোটিরও বেশি। এই ছবিটিই কোনো ক্রীড়াবিদের পোস্ট করা ছবি, যাতে সর্বাধিক লাইক পড়েছে। এর আগে এই রেকর্ডটি রোনালদোর দখলে ছিল।

বিশ্বকাপ শুরুর আগে রোনালদো নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় ব্রিফকেসের দু’পাশে দাবায় মগ্ন মেসি ও রোনালদো। দ্বৈথ সেই ছবিতে খুব কম সময়ের মধ্যে ৪ কোটি ২০ লাখ লাইক পড়ে যায়। রোনালদোর সেই ছবিকে টপকে এবার ইনস্টাগ্রামের রেকর্ডটিও নিজের করে নিলেন মেসি। সূত্র : গোল ডটকম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: