বর গেলেন হাতিতে চড়ে, কনে এলো খোলা পালকিতে

এ যেন কোনো সিনেমার দৃশ্য! খোলা রাস্তায় রাজার পোষাক পরে হাতির পিঠে চড়ে হাতে খোলা তরাবারি নিয়ে বিয়ে করতে যাচ্ছেন বর। পাশাপাশি কনেকে আনা হয় রাজকীয় পালকিতে। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরে এমনই এক ব্যতিক্রমী বরযাত্রার দেখা মিলেছে । এসময় দৃশ্যটি উপভোগ করেন রাস্তায় দাঁড়িয়ে থাকা শত শত মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়,হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়া ওই যুবকের নাম রাফাতুজ্জামান প্রান্ত। তিনি শহরের ব্যাপারী পাড়ার পাগলাকানাই এলাকার এনজিও কর্মকর্তা আবু বকর ও বদরুন নাহার রুমা দম্পত্তির ছেলে। গতকাল বেলা দুইটার দিকে বরযাত্রী নিয়ে রাফাতুজ্জামান প্রান্ত বিয়ের অনুষ্ঠানের হাজির হন। বর পক্ষের অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে অনুষ্ঠানে পৌঁছান। বিয়ের পর হাতির পিঠে চড়ে একইভাবে তিনি নিজ বাসায় ফিরে আসেন। এ সময় কনেকে রাজকীয় পালকির উপর দেখা যায়।
বরবেশী রাফাতুজ্জামান বৃহস্পতিবার ব্যাপারী পাড়ার পাগলকানাই থেকে পায়রা চত্বর ঘুরে ঝিনাইদহ জোহান পার্কের উদ্দেশ্যে হাতির পিঠে চড়ে রওনা দেন। এ সময় সুসজ্জিত হাতি আর বরকে দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় করেন উৎসুক স্থানীয়রা।জানা যায়, ঝিনাইদহ শহরের সিএমবি পুকুর পাড় এলাকার উপশহর পাড়ার মীর আমিরুল ইসলাম সেলিম ও শাহানারা পারভীন রঞ্জু দম্পত্তির মেয়ে জান্নাতুল ফিজা উম্মির সঙ্গে প্রান্তর বিয়ে হয়।
দুই পরিবারের সম্মতিতেই এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিষয়টি নিয়ে উপশহর পাড়ার আব্দুর রকিব জানান, প্রতিবেশির মেয়েকে হাতির পিঠে চড়ে বিয়ে করতে আশায় মহল্লাবাসি বেশি আনন্দিত। তারা নবদম্পত্তিকে মোবারকবাদ জানিয়ে বরণ করে নেন। বরের বাবা আবু বকর জানান, তার দীর্ঘদিনের শখ ছেলেকে হাতির পিঠে বর সাজিয়ে বিয়ে দিবেন। সেই ইচ্ছা পুরণ করতেই ছেলেকে রাজকীয় সাজে সজ্জিত করে হাতির পিঠে উঠিয়ে কনের বাড়িতে পাঠান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: