ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে সাকিবকে দর্শকের কুর্নিশ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ০৬:১৬ পিএম

চলছিলো ম্যাচ। হঠাৎ করেই শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে লোহার গ্রিল পেরিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। কিছু বোঝার আগেই দৌড়ে এসে লুটিয়ে পড়েন ফিল্ডিং এ ব্যস্ত থাকা সাকিবের পায়ে। পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা দ্রুতই ওই তরুণকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান। আজ মিরপুর টেস্টে ভারতের ব্যাটিংয়ের ৬৮তম ওভার শুরুর আগমুহুর্তে ঘটে এই ঘটনা। মেহেদী হাসান মিরাজ প্রস্তুত হচ্ছিলেন বল হাতে। স্ট্রাইক প্রান্তে ছিলেন রিশাব পান্ত। পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশন চলার সময় পূর্ব গ্যালারির নিরাপত্তা বেষ্টনি ডিঙিয়ে ওই তরুণ দৌড়ে চলে আসেন সাকিবের কাছে। বাংলাদেশ অধিনায়ক প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে জাপটে ধরে নিয়ে যান মাঠের বাইরে।ওই ওভারেই ব্যক্তিগত ৯৩ রানে আউট হন রিশাব। ভাঙে শ্রেয়াস আয়ারের সঙ্গে ১৫৯ রানের পঞ্চম উইকেট জুটি। তার আগেই অবশ্য প্রথম ইনিংসে লিড নেয় ভারত।

উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট মাঠে ম্যাচের মাঝে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মাঝে কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে সাকিবকে ফুলের তোড়া উপহার দেন এক ভক্ত। মিরপুরে বিপিএলের ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক দশর্ক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: