প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এহসানুল হক মিয়া

ফরিদপুর প্রতিনিধি

নগরকান্দায় আগুনে পুড়ে চার বছরের শিশুর মৃত্যু

   
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় আগুনে পুড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কেড়ে নিলো চার বছরের মাইশার প্রাণ। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চার বছরের শিশু মাইশা। নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের ইব্রাহিম মাতুব্বরের শিশু কন্যা। শিশুটির পিতা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর শনিবার অবুজ শিশু মাইশাসহ আরো তিন শিশু গ্যাস লাইট নিয়ে খেলা করছিল। এ সময় গ্যাস লাইটের আগুন মাইশার পরনের কাপড়ে লেগে যায়। এতে অন্য শিশুরা অক্ষত থাকলেও মাইশার শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাইশাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে মাইশার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যুর কাছে হেরে যায় মাইশা।

এদিকে ইব্রাহিম মাতুব্বরের মাইশাসহ দুই দুই মেয়ে ও এক ছেলের মধ্যে অকালে ঝড়ে গেলো শিশু মাইশা। মাইশার মরদেহ গ্রামের বাড়ীতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: