প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা প্রদান করেছেন: পলক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৩:০৩ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা প্রদান করেছেন। আইন প্রণয়ন, প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদান, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা বৃত্তি প্রদান, তাদের চলাচলে র‍্যামের ব্যবস্থা বাস্তায়নের মাধ্যমে তাঁরা আজ সুরক্ষিত।

প্রতিমন্ত্রী পলক আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে উপজেলার একশত প্রতিবন্ধী ব্যক্তির মাঝে নিজস্ব অর্থায়নে হুইল চেয়ার প্রদানকালে এসব বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান শামীমা আক্তার রোজী, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: