জমি লিখে নিয়ে বাবা-মাকে নির্যাতন, পুত্রবধূ গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ পিএম

কৌশলে জমি লিখে নিয়ে বাবা-মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে ওমর ফারুক (৩৫) ও পুত্রবধূ মোর্শেদা বেগমের (৩০) বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধ ইয়াদ আলী (৭৫)। মামলার পর পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলে উমর ফারুক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে বৃদ্ধ ইয়াদ আলীর কাছ থেকে কৌশলে জমি লিখে নেন তার ছেলে ওমর ফারুক। এরপর সে বৃদ্ধ বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে উল্টো শারীরিক নির্যাতন করেন। বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল ছেলে ও পুত্রবধূ। বাধ্য হয়ে বৃদ্ধ ইয়াদ আলী বুধবার (২৮ ডিসেম্বর) ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে পুত্রবধূকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: