অভিনেত্রী থেকে সভানেত্রী মাহি!

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ১২:০৯ এএম

এক সময়ে অভিনয় দিয়ে লাখো ভক্তের মন ছুয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। প্রতিটি সিনেমায় ভালো সাড়া পেলেও হটাৎ সিনেমা থেকে দূরে চলে যান মাহি। অবশেষে সিনেমা থেকে দূরে যাওয়ার কারণ জানা গেলো। অভিনেত্রী নয় সভানেত্রী হতেই বেশি সাচ্ছন্দবোধ করেন মাহি। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সেটার প্রমাণ দিলেন।

নির্বাচনে জয়ী হতে মাঠ চষে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। তার অংশ হিসেবে দেখা করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে। গতকাল রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনের সাথে দেখা করেন। সেই ছবি ফেসবুকে দিয়ে মাহি লিখেন, 'আমাদের রাজশাহী বিভাগের অভিভাবক। অদ্ভুত আন্তরিক একজন মানুষ, ঠিক বাবার মত।'

এদিকে ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি মাহি নিজেই নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এক স্যাট্যাসে মাহি লিখেন, ‘মনোনয়নপত্র জমা দিলাম আলহামদুলিল্লাহ’।

উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসন শূন্য হয়। এখানে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসন থেকে নির্বাচন করতে চান মাহি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: