কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রেফতার

মৌলভীবাজার জেলার জুড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) অভিযোগ পেয়ে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের জহুর আলীর ছেলে তাজ উদ্দিন (২৬) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত তাজ উদ্দিনের সঙ্গে প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে স্থানীয় এক কলেজছাত্রীর। সম্পর্কের একপর্যায়ে ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় ওই প্রেমিক। প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর সাত-আট মাস আগে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলায় বিয়ে করেন তাজ উদ্দিন।
বিয়ের পরও তাজ উদ্দিন ওই প্রেমিক কলেজ ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। বিয়েতে রাজি না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকে। পরে ২৬ ডিসেম্বর ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার পর স্বজনরা এ বিষয়টির প্রতিকার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধির শরণাপন্ন হন। এরমধ্যে গ্রামে বিষয়টি ছড়িয়ে পরলে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালান। পরে এ ব্যাপারে তাঁর বাবা বাদী হয়ে শনিবার সকালে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে তাজ উদ্দিনকে আসামি করে মামলা করেন। মামলার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, গ্রেফতারের পর তাজ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: