বীনামূল্যে সূর্যমুখী বীজ বিতরণ অনুষ্ঠান

বরগুনার পাথরঘাটায় রবি মৌসূমে চাষের জন্য কৃষকদের মধ্যে ৮৮ কেজি ‘হাইসান ৩৬’ সূর্যমুখী বীজ বিনামূল্যে প্রদান করেছে স্থানীয় এনজিও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী)। সদর ইউনিয়নের বড় টেংরা ও হাজিরখাল এলাকার ১১৮ জন সূর্যমুখী চাষি এই বীজ পেয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানের প্রেক্ষিতে সংগ্রাম পাথরঘাটার সূর্যমুখী চাষীদের মাঝে বীজ বিতরণের এই উদ্যোগ গ্রহন করেছে।
আজ (১ জানুয়ারি) বিকাল ৩ টায় বড় টেংরা আল্লার দান মসজিদের পাদদেশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগ্রাম’র পরিচালক মাসউদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে বীজ বিতরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমীন সোহেল, সংগ্রাম’র ব্যবস্থাপক তানভীর আহম্মেদ, উন্নয়নে যুব সমাজের সভাপতি মাসুম বিল্লাহ। বক্তব্য রেখেছে কৃষক মো. মূছা, মো. শহীদ, সহকারি ভ্যালুচেইন ফেসিলিটেটর মো. মাসুদুর রহমান ও ফজলুল হক সোহাগ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ও সংগ্রাম’র বাস্তবায়নে ‘সূর্যমুখীর উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণের মাধ্যমে আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি’-প্রকল্পের মাধ্যমে এই বীজ প্রদান করা হয়। সংগ্রাম থেকে জানানো হয় যে, এই অঞ্চলে আগামী ১০ দিনের মধ্যে পর্যায়ক্রমে ৫০০ (পাঁচ শত) কেজি সূর্যমুখী বীজ বিতরণ করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: