বরগুনায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান

বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ১২ তম ব্যাচের শিক্ষার্থীরা খাদ্য মেলার আয়োজন করেছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় নার্সিং ইনস্টিটিউট হল রুমে এ আয়োজন করে থাকেন তারা। নার্সিং ইনস্টিটিউটের ইন্সপেক্টর ইনচার্জ মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলুল হক সিভিল সার্জন,বরগুনার ও ডাক্তার ইউনুস আলী, সাবেক পরিচালক শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল। এ ছাড়া উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আদনান অনিক ও বরগুনা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সজীব আহম্মেদসহ ডাক্তার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির সুন্দর আয়োজন ও ডিসপ্লে দেখে শিক্ষার্থীদেরকে টাকা উপহার দেন। এছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে ১২ দরিদ্র শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন তিনি। খাদ্য মেলায় শতাধিক খাদ্য সামগ্রী আইটেম ডিসপ্লে করেন শিক্ষার্থীরা।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সামান্য অর্থটুকু দিয়েছি। এছাড়াও যারা অসহায় দরিদ্র শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য আমার দোয়ার সবসময় খোলা। যে কোন বিষয়ে, যে কোন সময়, আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
আমি চেষ্টা করবো সহযোগিতা করার। বরগুনার নার্সিং ইনস্টিটিউটে যাতে করে আরো ভালো শিক্ষক আনা যায় সেটাও দেখবো। বরগুনা নার্সিং ইনস্টিউট হবে একটি ডিজিটাল নার্সিং ইন্সটিটিউট।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: