বরগুনায় যুব অলিম্পিক গেমস শুরু

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৩, ০৭:১৫ পিএম

বরগুনা স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্দোগে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস, শুরু হয়েছে। সোমবার অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত জেলা ক্রীড়াসংস্হার সহযোগিতায় বরগুনা স্টেডিয়ামে যুব গেমস এর উদ্ভোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুর রহমান।

জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে প্রধান সহ অন্যান্য অতিথিরা শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। উদ্ভাধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, জেলা ক্রীড়াসংস্হার সাধারন সম্পাদক আলমগীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া সংস্থার নেতৃবৃন্দ।

২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ যুব গেমসে পুরুষ, নারী ৬টি উপজেলা দল,পুরুষ ৬টি উপজেলা দল ছাড়াও, কাবাডি, ব্যাডমিন্টন, এ্যাথেলটিকস, সাতার, দাবা প্রতিযোগিরা অংশ গ্রহন করবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: