ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ১০:৪৭ পিএম

সয়াবিন তেল ও পাম তেলের ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ আবার বাড়িয়েছে সরকার। সোমবার (২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত আলাদা আদেশে এ বিষয়ে এসআরও জারি করা হয়েছে। এতে বলা হয়, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেল স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতির মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী এই নির্দেশনা ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। এর আগে ২০২২ সালের ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর মাত্র দুইদিন পরেই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়।

সে সময়ে এ নির্দেশের মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে গত ৩ জুলাই সে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে এনবিআর। পরে গত ৬ অক্টোবর এ সিদ্ধান্তের মেয়াদ আবারও বাড়িয়ে বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। অর্থাৎ ৩১ ডিসেম্বর ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: