আমি ফেরেশতা না, প্লেবয় ছিলাম: ইমরান খান

ছবি - সংগৃহীত
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে প্লেবয় বলেছিলেন। এরপরই চটেছেন পিটিআই এর এই নেতা। ইমরান খান কামার জাভেদের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে বলেন, ‘সাবেক জেনারেল বাজওয়া আমায় প্লেবয় বলেছিলেন। এর জবাবে তখন আমি বলি, ‘হ্যাঁ আমি প্লেবয় ছিলাম।’ আমি কখনো দাবি করিনি যে, আমি ফেরেশতা।’
সোমবার (৪ ডিসেম্বর) লাহোরের জামান পার্কের বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে অডিও ফাঁসের জন্য সরকারের উপর দায় চাপিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘নোংরা অডিও ও ভিডিওর মাধ্যমে আমরা আমাদের তরুণদের কী বার্তা দিচ্ছি?’ এক নারীর সঙ্গে ফোনে অন্তরঙ্গ কথোপকথনের অভিযোগে সম্প্রতি ফের বিতর্কে পড়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান।
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, ফাঁস হওয়া এই অডিওগুলো ইমরানেরই। তিনি বলেন, ‘বাজওয়া আমার পিঠে ছুরিকাঘাত করেছে। আমাকে ক্ষমতা থেকে দূরে রাখতে সেনাবাহিনীতে তার লোকজনেরা এখনও কাজ করছে।’
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান। গত নভেম্বরে পাঞ্জাব প্রদেশে একটি শোভাযাত্রায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। সূত্র – এনডিটিভি
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: