আমি এখনও তোমার জন্য পাগল: মিম

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:৫৪ পিএম

স্বামীকে নিয়ে দেশের বাহিরে বিবাহবার্ষিকী উদযাপন করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িংকা বিদ্যা সিনহা মিম। স্বামী সনি পোদ্দারকে নিয়ে বর্তমানে দুবাইয়ে অবকাশ যাপন করছেন তিনি। সেখানে থেকেই স্বামীর উদ্দেশ্য বিয়ের প্রথম বছর পূর্তিতে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন মিম।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে বুধবার বেলা ১২ টার দিকে স্বামীর সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে ক্যাপশনে মিম লিখেছেন, ‘৩৬৫ দিন পর, আমি এখনও তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।’

আরেকটি পোস্টে মিম লিখেছেন, চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতই নতুন লাগে। এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: