আমতলীতে ১০টি জেলে পরিবারের মাঝে ছাগল বিতরন

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ০৮:৪৯ পিএম

মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) থেকে: আমতলী উপজেলা মৎস অফিসের আয়োজনে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বরগুনা উপজেলা এলাকায় জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) উপজেলা মৎস্য অফিস প্রঙ্গনে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।

জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে ১০টি জেলে পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও এক বস্তা খাবার এবং ছাগলের পালনের জন্য একটি করে ঘর বিতরন করা হয়েছে।

আনুষ্ঠানিক ভাবে বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.মজিবুর রহমান, চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল খান, মৎস অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: