আশুলিয়ায় গলায় গামছা পেঁচানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১২:৩৬ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত জায়গায় গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ৭ জানুয়ারি) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর গোলাম নবী হাফিজিয়া মাদ্রাসার পাশে মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী যায়, রাস্তা দিয়ে অফিসে যাওয়ার সময় মাদ্রাসার পাশে লাশ দেখে লোকজন চিৎকার করলে আশেপাশে লোকজন জোড় হয়। পরে তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক ধারণা মতে পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এবিষয়ে আশুলিয়া থানা পরিদর্শক রাজু মন্ডল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: