‘এই সরকারের সময়কালেই ভূমিহীন-গৃহহীনদের জন্য সাড়ে ৭ লক্ষ ঘরনির্মাণ করেছেন প্রধানমন্ত্রী’

সাভারের ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসে প্রধান মন্ত্রীর মুখ্যসচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের সময়কালে ১৯৯৭ থেকে এই গৃহনির্মাণ শুরু করেছে দরিদ্রহীন, ভূমিহীন, দুস্ত অসহায়দের জন্য। এপর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে সাত লক্ষ ঘরনির্মাণ করেছেন ৩৫ লক্ষের বেশি মানুষকে এই আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তি মূলক উন্নয়নের আওতায় এনেছেন।
শনিবার (৭ জানুয়ারি) বিকালে সাভারের ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া। এসময় এখানকার উপকারভোগীদের মাঝে কম্বল বিতরণসহ সেখানে বৃক্ষ রোপণ করেন। এর আগে দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারি পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জন গোষ্ঠীকে ২ শতক জমির মালিকানাসহ সেমিপাকা একক ঘর প্রদান করা হয়েছে। জমিসহ ঘরের মালিকানা পেয়ে তারা অর্থনৈতিক উন্নয়নে অংশ নিয়েছেন -তাদের মুখে হাসি ফুটেছে।
গত ২০২১-২০২২ অর্থ বছর পর্যন্ত ৩টি পর্যায়ে প্রায় ২ লক্ষ গৃহ জমিসহ হস্তান্তর করা হয়েছে। চতুর্থ পর্যায়ে প্রায়অর্ধ লক্ষাধিক গৃহনির্মাণ কাজ চলমান এবং দ্রতই মাননীয় প্রধানমন্ত্রী এগুলো হস্তান্তর করবেন। প্রকল্পটি গৃহহীনদের গৃহ প্রদানের পাশাপাশি দুইশতক জমির মালিকানা, সুপেয়পানি, বিদ্যুৎ, স্যানিটেশন সুবিধাসহ উন্নত জীবন যাপনের সুযোগ করে দিয়েছে।
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা জেলার সাভার উপজেলায় ১ম পর্যায়ে ৪১টি, ২য় পর্যায়ে ৫১টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ১২০টি ও ২য় ধাপে ২৫টিসহ মোট ২৩৭টি ঘর বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ৪র্থ পর্যায়ে ভাকুর্তার ৩৭টিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭১টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।
ভাকুর্তা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন কালে তিনি এখানকার উপকারভোগীদের সাথে কথা বলেন। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী, মৃতবীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী, ধর্মান্তরিত অসহায় ব্যক্তি, স্বামী পরিত্যাক্তা, অসহায় বৃদ্ধ নারী-পুরুষ সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সকলেই তাদের দু:খের দিন শেষ হতে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তাবৃন্দসহ ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: