বোচাগঞ্জে পরিত্যক্ত ঘর ভাঙ্গার সময় পাঁচটি লক্ষী পেচাঁ উদ্ধার

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৩, ১০:০১ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জে সকালে পরিত্যক্ত ঘর ভাঙ্গার সময় পাঁচটি লক্ষী পেচাঁ পাওয়া গেছে। পেঁচা গুলো বর্তমানে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল ৪ নং আটগাঁও ইউনিয়নের কাকদুয়ার গ্রাম থেকে পেঁচা গুলো উদ্ধার করে নিয়ে আসেন। পেচাঁ গুলো এখনো উড়তে শিখেনি।

উপজেলা বন কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র রায় জানান, বোচাগঞ্জ উপজেলা ৪ নং আটগাঁও ইউনিয়নের কাকদুয়ার গ্রামের ভ্যান চালক মকলেছুর রহমানের তার একটি পরিত্যক্তঘর রবিবার সকালে ভেঙ্গে ফেলছিল। এ সময় তিনি ওই ঘরের ভিতরে পাঁচটি পেঁচার বাচ্চা দেখতে পান। এ সময় তিনি পেঁচা গুলো বাড়ীর পাশে মাধবপুর বাজারে মুরগীর খাচার মধ্যে রাখেন।

পরে এলাকার একজন যুবক পেঁচা গুলোর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালকে মোবাইল ফোনে জানান। তিনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে মাধবপুর বাজারে গিয়ে পেঁচা গুলো উদ্ধার করে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালে নিয়ে যান।পেচা গুলো সেখানে চিকিৎসাধীন রয়েছে। এগুলো গুলো লক্ষী পেচাঁর বাচ্চা। তিনি আরও জানান পেঁচা গুলো সুস্থ্য হলে এবং উড়তে শিখলে বনে অবমুক্ত করা হবে।

ঘরের মালিক ভ্যান চালক মকলেছুর রহমান জানান, পেঁচা গুলো দেখতে পেয়ে আমি তাদের উদ্ধার করে বাড়ীর পাশে বাজারে খাচায় নিরাপদে রেখে দেই । যাতে কেই পেঁচা গুলোর কোন ক্ষতি করতে না পারে। পরে পেঁচা গুলো ইউএনও স্যার এসে নিয়ে গেছেন।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ সোয়াইবা আখতার জানান, লক্ষী পেঁচা সচরাচর পাওয়া যায়না। জাতটি বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় রয়েছে। পেঁচার বাচ্চা গুলো ভাল আছে। চিকিৎসা এবং খাবার পেলে দ্রুতই বেড়ে উঠবে এবং উড়তে শিখবে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল পেঁচা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পেচাঁ গুলো যাতে প্রকৃতিতে আবার ফিরে যেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: