পঞ্চগড়ে চলছে মাঝারী শৈতপ্রবাহ, তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে

গেল কয়েকদিন ধরে উত্তরদিক থেকে আসা হিমালয়ের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে মাঝারী শৈতপ্রবাহে পঞ্চগড়ে বেড়েছে জনদূর্ভোগ। মঙ্গলবার সকাল নয়টায় ৬ দশমিক ৯ ডিগ্রি এবং সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
সোমবার সন্ধ্যা থেকে কুয়াশার পরিমাণ কম থাকলেও রাত বাড়ার সাথে সাথে ঘন কুয়াশায় পথঘাট ঢেকে যায়। সেই সাথে হিমেল হাওয়া বয়ে যায়। রাতভর বৃষ্টির মত কুয়াশা ঝড়ে। তবে মঙ্গলবার সকালে হিমেল হাওয়া কিছুটা কম থাকলেও ঘন কুয়াশার কারণে পথঘাট ঢেকে যায়। দিনের বেলা মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।
এদিকে ঘন কুয়াশার কারণে মরিচ, ভূট্টা, বোরো ধানের বীজতলা সহ নানা ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। এদিকে ডায়রিয়া, জ্বর সর্দি, নিউমোনিয়া সহ শীত জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। প্রতিনিয়তই জেলার হাসপাতাল গুলোতে সেবা নিতে ভীড় করছেন রোগীরা। অনেকে ভর্তি হচ্ছেন অনেকে আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন।
এদিকে জেলায় সরকারী ও বেসরকারীভাবে শীতার্তদের জন্য প্রায় ৪২ হাজার শীতবন্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে জানুয়ারীর শুরু থেকে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা আপাতত দুয়েকদিন না থাকলেও ঘন কুয়াশা থাকবে। সেই সাথে চলতি মাসের মাঝের দিক ও শেষের দিকে দুইটি মৃদ্যু থেকে মাঝারী শৈতপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: