শার্শা সীমান্তে থেকে স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১০:৩২ পিএম

যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে, এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে শার্শার দৌলতপুর সীমান্তের মাঠ থেকে স্বর্ণের চোরাচালানটি উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর রহমান জানান, ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে দৌলতপুর
সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: