৩ বাইকে ১৪ জন, মিলল শাস্তি

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে বেশ কয়েকজন ব্যক্তির বাইকে স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে, মোট ১৪ জনকে তিনটি বাইকে চড়তে দেখা যায়। যার মধ্যে একটিতে ছয়জন এবং অন্য দু’টিতে চারজন করে রয়েছেন। অবশ্য তাদের ওই ভিডিও ভাইরাল হতেই শাস্তিও মিলেছে দ্রুতই। আজ বুধবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশ রাজ্যের বেরিলির দেওরানিয়া পিএস এলাকায় ঘটেছে বলে জানা গেছে। ৩ বাইকে ১৪ জনের চড়ার ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয় এবং বাইকগুলো জব্দ করে। বেরেলির সিনিয়র পুলিশ অফিসার অখিলেশ কুমার চৌরাসিয়া জানিয়েছেন, ‘তথ্য পাওয়ার পর বাইকগুলো জব্দ করা হয়েছে। আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সংবাদমাধ্যম জানান, ১৪ ব্যক্তির বাইকে স্টান্টের এই ভিডিওটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, একটি বাইকে ৬ জন এবং অন্য দু’টি বাইকে ৪ জন করে আরোহী চড়ে রাস্তায় ঘুরছেন। অথচ আইনত একটি বাইকে বসার নিয়ম ২ জনের! ভাইরাল হওয়া সেই ভিডিও পুলিশের চোখে পড়তেই তৎপর হয় তারা। বেরেলির দেওরানিয়া থানায় অভিযোগ দায়ের করে খুঁজে বের করা হয় বাইক আরোহীদের। বাজেয়াপ্ত করা হয় তিনটি বাইকও।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: