স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ১১:০৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীর লাথির আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই লিটন মিয়া বাদী হয়ে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযুক্ত স্বামী কাইয়ুমকে আটক করে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার সুত্রে জানা যায় ১২ বছর পুর্বে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুরিয়ার চর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে কাইয়ুম'র সাথে উচাখিলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত হোসেন আলীর মেয়ে শাহিনা খাতুনের বিবাহ হয়।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কাইয়ুমের সাথে পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রীর পেটে লাথি মারে এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’দিন পর ৮ জানুয়ারী রোববার সকালে শাহিনা মারা যান। নিহত শাহিনার সাত বছরের এক পুত্র ও ছয় মাস বয়সের এক কণ্যা সন্তান রয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। কাইয়ুমের পারিবারিক সুত্রে জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ মানুষিক রোগে ভোগছিলো।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: