মেট্রোরেল স্টেশনে সন্তান জন্ম দিলেন নারী

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯ এএম

ডাক্তারের কাছে যাওযার সময় মেট্রোরেলেই উঠে প্রসব বেদনা। আর তাই আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ছেলে সন্তান প্রসব করেছেন এক নারী। তার নাম সোনিয়া রানী রায়। মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে। বর্তমানে সন্তান ও মা দুজনেই সুস্থ রয়েছেন। বর্তমানে তারা রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দ্রুতগতির যানবাহন ব্যবস্থার মেট্রোরেল যুগে প্রবেশ করে বাংলাদেশ।  পরদিন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে যাত্রী পরিবহন শুরু করেছে বহুল আকাঙ্খিত স্বপ্নের মেট্রোরেল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: