নববধূর সাথে অভিমান করে শ্বশুর বাড়ীতে জামাইয়ের আত্মহত্যা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

সাভারের আশুলিয়ায় শশুর বাড়িতে এসে নববধূ স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে চাওয়াই, স্ত্রী যেতে না চাওয়াই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ায় অভিমান করে শ্বশুর বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে প্রাথমিকভাবে আত্মা হত্যার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবজালুল হক। মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ-হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কাদের মাস্টারের বাড়িতে ভাড়া থাকা শশুরের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নব বিবাহিত জামাই হাবিবুর রহমান (২৬)।

মৃত বাগেরহাট জেলার মোংলা থানার আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান গত তিন মাস আগে একই জেলার মোহিব্বুল্লাহ খানের নবম শ্রেণী পড়ুয়া মেয়ে আনিকা তাবাচ্ছুমকে বিয়ে করেন।

নববধূর ছোট ভাই জানায় আমার বোনের বিয়ের বয়স মাত্র ৩ মাস। কিছু দিন আগে ১২ লক্ষ টাকা বিট কয়েনের ব্যাবসায় ইনভেস্ট করে, ধরা খেয়ে দুশ্চিন্তা গ্রস্থ ছিলেন দুলাভাই। রোববার সন্ধ্যায় আমার বোনকে সাথে নিয়ে যাওয়ার বিষয়ে কথা কাটাকাটি হয়। যেহেতু বিয়ের আগে কথা হয়েছিল বিয়ের পরে, আমার বোন এখানে থেকে পড়াশোনা করবে, তাই আমার বোন যেতে রাজি হচ্ছিল না। এই নিয়ে দুজনের ভিতর কথা কাটাকাটি হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে রুমে ঢুকে দরজা আটকে গলায় ফাঁস নেয় দুলাভাই। তখন আমার বাবা বাড়িতে না থাকায় আমরা কোন কিছু বুঝে উঠতে পারিনি। একপর্যায়ে আশপাশের মানুষের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে দেখি ভাইয়া রশিতে ঝুলে আছে। পরে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) আবজালুল হক বলেন, হাসপাতাল থেকে আমরা খবর পেয়ে রাত দশটায় লাশের সুরতহালের জন্য আসি। গলায় কালো দাগ দেখতে পেয়েছি। প্রাথমিক ভাবে আত্নহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট ও স্বজনদের কোন অভিযোগ থাকলে তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মৃতের বাবা ফোনে আমাকে জানিয়েছেন ছেলেটি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে মানসিক ভাবে দুশ্চিন্তা গ্রস্থ ছিলো। এবং এই বিষয়ে তার কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: