প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এম. সুরুজ্জামান

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নাশকতা পরিকল্পনা করার অভিযোগে বিএনপির ৭ নেতাকর্মী গ্রেফতার

   
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২৩

নাশকতার পরিকল্পনা করার অভিযোগে শেরপুরের নকলা উপজেলা বিএনপি’র ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১৬ জানুয়ারি) তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে নকলা থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে ৩৭ নেতাকর্মীরসহ অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের নামে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- জহির রায়হান মুক্তি (৫২), মোরাদুজ্জামান মাছুম (৪৫), লুৎফর রহমান (৩২), নূর হোসেন (৪৮), আরফান তালুকদার (৪৫), তাজুল ইসলাম মোক্তার (৫৫) ও কামরুল মেম্বার (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে নকলা উপজেলার বিএনপি’র নেতাকর্মীরা নাশকতা করার পরিকল্পনার চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: