মেসিদের বিপক্ষে সৌদি দলের অধিনায়ক হলেন রোনালদো

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৩:২০ পিএম

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে প্রীতি ম্যাচে সৌদি আরব অল স্টার দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। আগামী ১৯ জানুয়ারি কিং ফাহাদ স্টেডিয়ামে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে আল নাসের ও আল হিলালের সমন্বয়ে গড়া সৌদি অল স্টারের নেতৃত্বে থাকবেন তিনি। ম্যাচটির নাম হবে রিয়াদ সেশন কাপ।

রোনালদোর সৌদি দলের অধিনায়কের আর্মব্যান্ড পরার কথা টুইট করে জানান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ। রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেওয়ার একটি ভিডিও পোস্ট করেন তিনি।

আল নাসেরের সঙ্গে চুক্তির পর এটাই হবে রোনালদোর প্রথম ম্যাচ। ২০২০ সালের ডিসেম্বরে সবশেষ মেসির মুখোমুখি হয়েছিলেন তিনি। ওইবার চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে বার্সার মেসির বিপক্ষে করেন জোড়া গোল। দুই বছরেরও বেশি সময়ের পর বর্তমান যুগের সেরা দুই ফুটবলার ফের মুখোমুখি হচ্ছে। এতে উত্তেজনা বিরাজ করছে দুই তারকার সমর্থকদের মনেও।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: