ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধের ঘটনায় ৫ জনেরই মৃত্যু

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় হোসনা বেগম (৩৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ওই ঘটনায় দগ্ধ সবাই মারা গেলেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) হোসনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। এর আগে সকাল ৯টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, মারা যাওয়া হোসনা বেগমের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু হয়। ১০ জানুয়ারি ৭০ শতাংশ দগ্ধ গৃহবধূ জোসনা একই দিন দুপুরে ৭৫ শতাংশ দগ্ধ সাদিয়া আক্তার মারা যান। ১১ জানুয়ারি) মারা যান মনজুরুল ইসলাম। তার শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে হোসনা বেগমের আগে চারজন মারা যান।
প্রসঙ্গ,গত ৭ জানুয়ারি ভোর ৫টার দিকে ধামরাইয়ের কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রীসহ ৫ জন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: