বরগুনায় চোরাইকৃত ট্রান্সফর্মারসহ যুবক আটক

বরগুনা সদর উপজেলায় ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নে বুর্জির হাট এলাকা থেকে চোরাইকৃত ট্রান্সফর্মার সহ একজনকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৫টায় অ্যাড. কিবরিয়ার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
স্থানীয় নিজাম খানের ছেলে নাঈম জানান, সকালে নামাজ পড়ার জন্য অজু করার উদ্দেশ্যে পুকুর ঘাটে যায় তখন বিদ্যুৎ চলে যায়। বাড়ীর সঙ্গে থাকা খাুটির দিকে তাকিয়ে দেখে ট্রান্সফর্মার নামাতে। তখন চোর চোর বলে চিৎকার দিলে এলাবাসি একজনকে আটক করে। আটককৃত তোতার বান্দা খেজুরতলা এলাকার শাহ আলম এর ছেলে ইস্রাফিল (২৫), তার সঙ্গে থাকা ফারুক হাওলাদারের ছেলে আজমাল সহ অন্যরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, বরগুনা পল্লী বিদ্যুত অফিসে খবর দিলে ঘটনা স্থলে জেনারেল ম্যানেজার আফছা উদ্দিন, ই সি এবাদুল হক, জুনিয়র ইঞ্জিনিয়ার প্রলয় কান্তি দেবনাথ ও ড্রাইবার আঃ মান্নান উপস্থিত হয়ে বরগুনা থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থল থেকে ইস্রাফিল কে ট্রান্সফর্মার সহ আটক করে থানায় নিয়ে আসেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আলী আহমেদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মালামাল জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: