পীরগাছায় সুধীজনের সাথে নবাগত রংপুর জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৭:০২ পিএম

পীরগাছায় সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের সাথে রংপুরের নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান।

উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, ইটাকুমারী ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার, পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাহমিদ হাসান, উপজেলা আ.লীগের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ সাবিহা, পীরগাছা থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মতবিনিময় সভার আগে উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন রংপুরের নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: