সখীপুরে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে অভিভাবক সমাবেশ

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষে অভিভাবক সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম। এছাড়াও সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, বোয়ালী সবুজ বাংলা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মওলানা ইব্রাহিম খলিল, কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বদরুল আলম, সমাজকর্ম বিভাগের তোফাজ্জল হোসেন রানা প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে ইউএনও ফারজানা আলম তাঁর বক্তব্যে বলেন, বাল্যবিবাহ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়াও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: