মদের বোতল নিয়ে টিকটক, গ্রেফতার হলেন ইয়াবাসহ

মদের বোতল নিয়ে নেচে ও মদ পান করে টিকটিকে ভাইরাল হওয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম আমান উল্লাহ আমান (২৮) ওরফে টিকটকার আমান। গতকাল সোমবার রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকার আমানের বসতঘরে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করলে আদালত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত যুবক সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের ছালাম মৃধার ছেলে। পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আমানের বসতবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার আমান উল্লাহ আমান তার টিকটক একাউন্টে বিদেশি মদের বোতল নিয়ে বিভিন্ন ভঙ্গিমা করা ও মদ পানের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেন। আর এভাবেই তিনি সস্তা জনপ্রিয়তা পান।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: