রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:০৯ পিএম

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রকৃতি নির্ভর কৃষি ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর আধুনিক যান্ত্রিকায়নের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। এর ফলে দেশে অতীতের যেকোনো সময়ের তুলনায় কৃষি উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

আজ সকালে নেত্রকোণার চল্লিশা ইউনিয়নের বাঘরা এলাকায় ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো ধানের চাষাবাদের জন্য রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: