২১ জেলায় বয়ে যাবে শৈত্যপ্রবাহ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:২৭ পিএম

আজ (বুধবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উপজেলাটিতে হাড় কাঁপানো এই শীতের পাশাপাশি দেশের ২১ জেলার ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এসব তথ্য জানায়।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাশাপাশি মৌলভীবাজার জেলা ছাড়াও রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলাসহ মোট ২১ জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: