বগুড়ায় কৃষি জমির মাটি ইটভাটায়, জরিমানা দেড় লাখ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করে ইটপ্রস্তুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে বিএনএস ব্রিকস ইটভাটার মালিক নাহিদুজ্জামান শাহীনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সাকালে বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানম জানান, বুধবার মধ্যরাতে শাজাহানপুরের মাদলা ইউনিয়নের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএনএস ইটভাটায় দেখা যায় অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি পুড়ে ইটপ্রস্তুত করা হচ্ছে। এজন্য মালিক নাহিদুজ্জামান শাহীন তার অপরাধ স্বীকার করলে তাকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও সাইদা খানম তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: