বুড়িচংয়ে ফসলী জমি থেকে মাটি উত্তোলন, ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে ফসলী জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের লাটিয়ারচর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।

তিনি জানান, ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ব্রিকস ফিল্ডে নেয়া হচ্ছে এমন খবরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাটিয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জমি থেকে মাটি কাটার সময় হাতেনাতে ভেকুসহ কামরুল ইসলাম (৪৬) একজনকে আটক করা হয়। পরে ফসলি জমির উপরের আস্তরন কেটে ক্ষতিসাধনের অপরাধে কামরুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমনা করে আদায় করা হয়। এছাড়া ভেকুটি দ্রুত সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

কামরুল ইসলাম ভারেল্লা গ্রামের মুস্কত আলী ছেলে। সে জমির মালিক মিজানুর রহমানের সাথে মিলে জমি থেকে মাটি কেটে ৫ স্টার ইটভাটায় বিক্রি করতো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: