প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দিবো: মাহি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০২:০৫ পিএম

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, 'আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি নৌকায় ভোট চাওয়ার জন্য৷ আগামী ০১ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে আমরা সবাই নৌকা প্রতীকে ভোট দিব কি না? সবাই হাত তুলেন, সবাই ভোট দিতে যাবো। দলে দলে ভোট দিতে যাবো। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমানকে ভোট দিতে ভোটকেন্দ্রে যাবো। তাকে জয়যুক্ত করবো। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবো।'

আগামী ০১ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, গোমস্তাপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, ডা. গোলাম রাব্বানী, সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: