জুড়ীতে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম

মৌলভীবাজার জেলার জুড়ীতে ছাত্রলীগ নেতা আল আমিনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে জুড়ী মডেল একাডেমি প্রাঙ্গনে উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, বড়লেখা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, জেলা পরিষদের সদস্য মোঃ বদরুল ইসলাম, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে এম হেলাল, বড়লেখা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন চিকন, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, তৈইমুছ আলী, ফিরোজ আলী, শাহজাহান আলম, নুরে আলম, উপজেলা ট্রাক ও ট্যাংক লরির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাসান তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, জুয়েল রানা, যুবলীগ নেতা সাইফুর রহমান, আবুল খায়ের সাইমন, মতিউর রহমান রাজীব, মোঃ ফারুক মিয়া, ফারুক আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মরতুজ আলী মর্তুজা প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আর গরীবের দেশ নয়। ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: