ফরিদপুরে ২ দিনব্যাপী পিঠা উৎসবের শেষ দিন আজ

ফরিদপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসবের শেষ দিন আজ শনিবার (২১ জানুয়ারি)। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে ফরিদপুর জেলা শহরের ধলার মোড় এলাকায় এ উৎসব শুরু হয়। এ পিঠা উৎসবের আয়োজন করেছে জেলার ডিগ্রীরচর ইউনিয়ন পরিষদ (ইউপি)। মেলা প্রাঙ্গণে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষদের আগমনে মেলা প্রাঙ্গণ জমজমাট রূপ নেয়।
এদিকে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ডিগ্রীরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তুহিন লস্কর, ডিগ্রীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু ফকির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পিঠামেলা বাঙালির ঐতিহ্য। এখানে পিঠা মেলার মাধ্যমে সংস্কৃতির আদান প্রদান সৃষ্টি হয়েছে। এসময় বক্তারা বলেন, এখন থেকে নিয়মিত এ পিঠা মেলা অনুষ্ঠিত হবে।এ মেলায় বিভিন্ন রকম পিঠার মধ্যে চিতাই, পুলি, জিলাপি, ভাপা, পাটিসাপটা, রুটি পিঠা ইত্যাদি বিক্রি হতে দেখা গেছে। তাছাড়া এখানকার দুইটি স্টলে খিচুড়ি ও গোশত বিক্রি হতে দেখা গেছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: