বিএনপি নেতাদের মুক্তির দাবীতে পাবনায় বিএনপির মানববন্ধন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৪:০৯ পিএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবসহ কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে পাবনা পৌর বিএনপি। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে নেতাদের মুক্তির দাবীতে শ্লোগান দেয়।

এসময় বক্তব্য দেন, পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক সহ-সভাপতি ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা বিএনপি সাবেক যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম টুটুল বিশ্বাস, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবু বকর সিদ্দিক মকু, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নাজমুল হক শাহিন, যুব দলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সন্জু,জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা মৎসজীবি দলের সভাপতি আজম প্রামানিক,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: