পল্লবীতে বন্ধ ফ্ল্যাট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১০:২২ পিএম

রাজধানীর পল্লবীতে বিপ্লব জামান (৫৮) নামের একজন সিনিয়র সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বিপ্লব জামান ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় নিউজ কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে পল্লবীর সাংবাদিক কলোনির ৭ নম্বর সড়কের রোড ১৬১ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, পাশের ভবন থেকে বিপ্লব জামানের মরদেহ তার বাসার বেলকনিতে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করে।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা জানান, বিপ্লব জামান ওই ফ্ল্যাট ভাড়া থাকতেন। ওই বাড়ির মালিকও একজন সাংবাদিক। গত সাতদিন ধরে তিনি অফিসে যাননি। তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারন তদন্ত করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: