মদাপুরে রাতের অন্ধকারে আ.লীগ অফিসের জায়গা দখল, থানায় অভিযোগ

রাজবাড়ীর কালুখালীর উপজেলার মদাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় নির্মাণের উপকরণ ও সাইন বোর্ড রাতের অন্ধকারে সরিয়ে ফেলে সেখানে টিনের ঘর উত্তোলন করে জায়গা দখল করেছে কে বা কারা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ২১ জানুয়ারি মদাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা বাদী হয়ে কালুখালী থানায় অজ্ঞাত আসামী করে লিখিত অভিযোগটি দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ই জানুয়ারী জানুয়ারী পাংশা হাইওয়ে থানা সংলগ্ন রোডের পাশে মদাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের জন্য সাইন বোর্ড টানানো হয় এবং কার্যালয় তৈরীর কিছু নির্মাণ উপকরণ ও আসবাবপত্র সেখানে রাখা হয়। ওই দিন রাতেই কে বা কারা রাতের অন্ধকারে সাইন বোর্ডটি সরিয়ে ফেলে সেখানে টিনের ছাপড়া ঘর তৈরী করে।
এমনকি তারা আওয়ামী লীগের কার্যালয় তৈরীর জন্য রাখা মালামালও নিয়ে যায়। আওয়ামী লীগের কার্যালয় তৈরী জিনিসপত্র ও সাইন বোর্ড সরিয়ে ফেলে সেখানে টিনের ছাপড়া ঘর উত্তোলনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাহ করছে।
প্রসঙ্গত, গত ১৫ই জানুয়ারী দুপুরে কার্যালয়টি স্থাপনের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে মদাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম, গান্ধিমারা বাজার বণিক সমিতির সহ-সভাপতি আবু সাঈদ মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ও ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: