গীতিকার বিশু শিকদার আর নেই

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১১:৩৫ এএম

যদি এই শীতে আমি মরে যাই, মনে রেখো আগামী শীতে, নতুন করে জন্ম নেবো, হয়তো ফুল হয়ে কোনও পথের ধারে- এমন গানের গীতিকার বিশু শিকদার সত্যি সত্যিই না ফেরার দেশে পাড়ি জমালেন এই শীতে। গতকাল শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিহত হয়েছেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। নিজের ফেসবুক আইডি থেকে বিশু শিকদারের গীতিকারের একটি ছবিসহ মৃত্যুর সংবাদটি দিয়েছেন তিনি।জেমস জানান, এদিন বিকাল ৫টার দিকে নড়াইলের লোহাগড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন বিশু শিকদার। হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

উল্লেখ্য, বিশু শিকদার মূলত জেমসের জন্যই গান লিখতেন। জেমস ও বিশু যৌথভাবেও অনেক গান রচনা করেছেন। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’ যৌথভাবে লিখেছেন বিশু। ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে এই জুটির গীতিকবিতার সূত্রপাত হয়। এরপর জেমসের সব কয়টি অ্যালবামের বেশিরভাগ গানই বিশু শিকদারের লেখা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: